সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনের এমপি মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে বৃহস্পতিবার (২ মে) জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
এছাড়া, দশম সংসদে চাঁদপুর-৪ আসনের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া, একাদশ সংসদে কুমিল্লা-৫ আসনের এমপি আবুল হাসেম খান, নবম ও দশম সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খান, ৫ম, ৬ষ্ঠ ও ৮ম সংসদের সুনামগঞ্জ-১ আসনের এমপি নজির হোসেন এবং দ্বিতীয় সংসদে রংপুর-৩ ও ৬ষ্ঠ জাতীয় সংসদে গাইবান্ধা-৩ আসনের এমপি মোখলেছুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
এই শোক প্রস্তাব স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে উত্থাপন করেন। শোক প্রস্তাবে সংসদ সদস্যবৃন্দের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।