সংবাদ শিরোনাম ::
তাপমাত্রা কমবে বুধবার রাত থেকে, জানালো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
সারা দেশে চলমান তাপপ্রবাহ বুধবার (১ মে) রাত থেকে কমতে শুরু করবে। এরপর ৪-৫ মে থেকে সারাদেশে বৃষ্টি হতে পারে। অঅবহাওয়ার পূর্বাবাসে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, সারা দেশে চলমান তাপপ্রবাহ বুধবার (১ মে) রাত থেকে কমতে শুরু করবে। এর পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিও হতে পারে। আর সেদিন কমবে তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে ১০ মে পর্যন্ত। রাজশাহীতে ও খুলনায় হিটওয়েভ কমতে কিছুটা সময় লাগবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা, অনুভূত হচ্ছে এরও বেশি।