কর্মশালায় বক্তারা/ অসংক্রামক রোগে মৃত্যু বাড়লেও বরাদ্দ কম
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে অসংক্রামক রোগে মৃত্যু উদ্বেগজনকহারে বাড়তে থাকলেও তা মোকাবেলায় জাতীয় বাজেটে বরাদ্দের পরিমাণ খুবই অপর্যাপ্ত। আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিতকরনের মাধ্যমে অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ নিয়ন্ত্রণ করতে হবে।
রাজধানীর বিএমএ ভবনে সোমবার (২৯ এপ্রিল) ‘অসংক্রামক রোগ মোকাবেলায় বাজেট বরাদ্দ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক কর্মশালায় এই দাবি জানানো হয়েছে।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)’র সহযোগিতায় প্রজ্ঞা এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জুলহাস আলম, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরআত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন ও কো-কনভেনর মিজান চৌধুরী ।
প্রজ্ঞা’র হাইপারটেনশন কন্ট্রোল বিষয়ক প্রোগ্রামের সমন্বয়ক সাদিয়া গালিবা প্রভা কর্মশালায় মূল উপস্থাপনা তুলে ধরেন।