ভাত নিয়ে গিয়ে দেখতে পেলো বাবার গলাকাটা মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম-মো.সুলতান (৫৫)। তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, সকালে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮নং ক্লাস্টারে বসবাস করতেন সুলতান। ১১৬নং ক্লাস্টারে তিনি সবজি চাষ করতেন। ঘটনার দিন সকালে তার ছেলে বাবাকে সকালের নাশতা দিয়ে যায়। এরপর দুপুরে তার ছেলে বাবার জন্য ভাত নিয়ে আসে। এরপর সেখানে গিয়ে তার বাবার গলা কাটা মরদেহ দেখতে পায়। তার চিৎকারে আশপাশেরলোকজন ছুটে আসে।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এসআই নুর হোসেনবলেন, সুলতানকে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।