সংবাদ শিরোনাম ::
ব্যাংক আলফালাহ কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪৪৭ বার পড়া হয়েছে
পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া। এ বিষয়ে ব্যাংক আলফালাহর কাছে প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশি ব্যাংক।
জানা গেছে, ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম, সম্পদ ও দায় ব্যাংক এশিয়ার অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংকেরর পরিচালনা পর্ষদ।
১৯৯৯ সালে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মত কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশে থাকা কার্যক্রম কেনার পদক্ষেপ নিয়েছে ব্যাংক এশিয়া। এর আগে কানাডাভিত্তিক নোভা স্কোটিয়া ও পাকিস্তানের আরেক ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করেছিলো ব্যাংক এশিয়া।
ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন বলেন, এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কোন সিদ্ধান্ত হলে পরে তা জানানো হবে।