সংবাদ শিরোনাম ::
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুটমা গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- আলম নিয়া (২৫), চুনু মিয়া (২০) ও সম্রাট মিয়া (২০)।
নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা জানান, নাসিরনগর উপজেলার গুটমা গ্রামে সেপটিকে ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার গুটমা গ্রামের আহাদ আলীর নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন ওই তিন শ্রমিক। রোববার (১৪ এপ্রিল) সকালে তারা কাজে যান। এরপর সকাল ১০টার দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তিন শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধারে অভিযান শুরু করে।