সংবাদ শিরোনাম ::
‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি।
রোববার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, কারা বৈশাখের চেতনাবিরোধী, তা দেশে প্রতিষ্ঠিত সত্য। তারা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না, তাদের চেতনা ও হৃদয়ে এখনো পাকিস্তান।
তিনি বলেন, বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য এই বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতির বহমান ধারাকে এগিয়ে নিয়ে যাবো।