ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নয়ালাভাঙ্গায় বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় হত্যার জেরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। সালাম ও আশরাফ গ্রুপের মধ্যে এই বিরোধ চলে আসছিলো। এ সময় কমপক্ষে ২০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্কে বিরাজ করছে।

জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার গ্রামের ফতেপুর এলাকার আমবাগানে শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে ।

জানা গেছে, ২০২৩ সালের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের আলম ঝাপড়াকে কুপিয়ে হত্যার পর আওয়ামী লীগ নেতা সালামের সাথে বিএনপি নেতা আশরাফের বিরোধ শুরু হয়। এই ঘটনার জের ধরে শনিবার (১৩ এপ্রিল) দুপুরে সালামের লোকজন নয়ালাভাঙ্গা গ্রামের ফতেপুর এলাকার একটি আমবাগানেবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে আশরাফের লোকজনও বোমার বিস্ফোরণ ঘটায়।

এ সময় আতঙ্কে এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নয়ালাভাঙ্গায় বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় হত্যার জেরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। সালাম ও আশরাফ গ্রুপের মধ্যে এই বিরোধ চলে আসছিলো। এ সময় কমপক্ষে ২০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্কে বিরাজ করছে।

জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার গ্রামের ফতেপুর এলাকার আমবাগানে শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে ।

জানা গেছে, ২০২৩ সালের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের আলম ঝাপড়াকে কুপিয়ে হত্যার পর আওয়ামী লীগ নেতা সালামের সাথে বিএনপি নেতা আশরাফের বিরোধ শুরু হয়। এই ঘটনার জের ধরে শনিবার (১৩ এপ্রিল) দুপুরে সালামের লোকজন নয়ালাভাঙ্গা গ্রামের ফতেপুর এলাকার একটি আমবাগানেবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে আশরাফের লোকজনও বোমার বিস্ফোরণ ঘটায়।

এ সময় আতঙ্কে এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।