সংবাদ শিরোনাম ::
চিপস কারাখানায় আগুন, নারী শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণের চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নাজমা আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় অঅগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে বুধবার (১০ এপ্রিল) দুপুরে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস তৈরির কারখানায় এই আগুন লাগে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভুইয়া বলেন, বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে কারখানায় রাগা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, বুধবার (১০ এপ্রিল) দুপুরের দিকে প্রাণ কোম্পানির চিপসের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভায়।