সংবাদ শিরোনাম ::
ঈদের দিন চলবে না মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপিত হবে। এছাড়া শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। এর ফলে টানা দুই দিন বন্ধ থাকছে মেট্রোরেল।
ডিএমটিসিএল’র উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। গত ঈদেও মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
তিনি বলেন, বৃহস্পতিবার ঈদ। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর ফলে দুই দিন বন্ধ থাকবে। এরপর সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।