‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে কুকি চিন’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে শান্তি আলোচনার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে কুকি চিন । রোববার ( ৭ এপ্রিল) দুপুরে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শন শেষে তিনি একথা বলেন ।
এ সময় সেনাপ্রধান বলেন, কুকি চিন তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে । সরকার সামগ্রিকভাবে যা চিন্তা করেছে, সেভাবে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ সব সমন্বিতভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবো । বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযানে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলে আমি মনে করি ।
শফিউদ্দিন আহমেদ আরও বলেন, বান্দরবানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম সেনাবাহিনী । দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন । এর ফল আপনারা সময়মতো পাবেন । আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার । বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে । সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ।