‘জনগণের সেবা করলে ভোটের চিন্তা করতে হবে না’
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবা করলে ভোট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। এটা মাথায় রাখবেন। তাই জনসেবার দিকে বিশেষ দৃষ্টি দেবেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারও উপর নির্ভরশীল থাকবে না। দেশের সবচ খালি জায়গায় উৎপাদন বাড়াতে হবে।
সরকার প্রধান বলেন, সরকার জনগণের সেবক, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ তা বুঝতে পারে। যারা দেশে এতো উন্নয়নের পরও উন্নয়ন দেখে না, তাদের জন্য করুণা ছাড়া আর কিছু নেই।
প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের মানুষ সেই সুফল ভোগ করছে। তৃণমূলের মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে কিনা সে বিষয়ে নজর দিতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন সরকার প্রধান।