‘বিএনপির নেতারা বড় বড় কথা বলে, মায়াকান্না করে’
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র উদ্ভট কথায় আওয়ামী লীগ কান দেবে না। তাদের (বিএনপির) ৮০ ভাগ নেতা নাকি নির্যাতিত। মির্জা ফখরুলকে বলেছি তাদের একটা তালিকা প্রকাশ করেন। বিএনপি’র অনেক নেতা জেলে থেকে মুক্তি পেয়েছে। যারা খুন, আগুন সন্ত্রাস করে তারা জেলে যাবে, তাদের জন্য বিএনপির এতো মায়া কান্না কেনো।
তিনি বলেন, বিএনপি ইফতার পার্টি করে বড় বড় হোটেলে। তারা একজন গরীর মানুষকেও সাহায্য করেনি।
বুধবার (৩ এপ্রিল) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সব সময় বিপদে মানুষের পাশে দাড়ায়, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। দেশে কেউ না খেয়ে মারা গেছে, এমন নজির শেখ হাসিনার আমলে নেই।
আওয়ামী লীগের সাধারল সম্পাদক বলেন, বিএনপির নেতারা বড় বড় কথা বলেন, মায়াকান্না করেন। কিন্তু তারা ভুলে গেছেন জিয়াউর রহমানের আমলে উত্তরবঙ্গের নারীদের পতিতাবৃত্তি করতে হয়েছে।
কাদের বলেন, তারাবির নামাজের পর সারারাত শপিং চলে। এখন পর্যন্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। মানুষের নিরাপত্তা নিয়ে কোন সংকট নেই। রাজনীতির নামে অনেকে বিরোধীতা করছে।