সংবাদ শিরোনাম ::
৭০ বছর বয়সী পুরুষ হাতিটি মারা গেছে, পাহাড় থেকে মৃতদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে প্রায় ৭০ বছর বয়সী পুরুষ হাতিটি মারা গেছে। গহীন পাহাড় থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বার্ধক্যের কারণে হাতিটি মারা গেছে বলে দাবি বিভাগীয় বন কর্মকর্তাদের।
শনিবার (৩০ মার্চ) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার গহীন পাহাড়ে টহলে গেলে বনকর্মীরা হাতিটি মৃত অবস্থায় দেখতে পান।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সরওয়ার আলম জানান, টহলরত বনরক্ষীদের কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। মৃত হাতির শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না। ধারণা করা হচ্ছে, বার্ধক্যের কারণে হাতিটির মৃত্যু।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর নমুনা সংগ্রহ করে হাতিটি পুঁতে ফেলা হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।