সংবাদ শিরোনাম ::
পবায় জনগণের কথা শীর্ষক আলোচনা সভা
রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জনগণের কথা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, পবা উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবীর। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন।