কোহলির ‘বিরাট’ রেকর্ড, করলেন পাঞ্জাব জয়
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
রেকর্ডের আরেক নাম বিরাট কোহলি। তিনি যা ধরেন তাতেই সোনা ফলান। চলতি আইপিএলে মাঠে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে নামেননি কোহলি। শেষবার মাঠে নেমেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে।তাও কয়েকমাস আগে। সোমবার (২৫ মার্চ) সেই বিরাট কোহলি আরসিবিকে জেতালেন। এদিন পাঞ্জাবের বিরুদ্ধে রানের হোলি খেললেন বিরাট কোহলি।
পাঞ্জাব জয়ে কোহলি নজির গড়েছেন ক্যাচ ধরে। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে ১৭৩টি ক্যাচ ধরেছেন তিনি। ছাপিয়ে গেলেন ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়নাকে।
কোহলি ব্যাট হাতেও গড়েছেন নজির। এদিন করেন হাফ সেঞ্চুরির সেঞ্চুরি। কোন ভারতীয় হিসেবে এই রেকর্ড নেই কারোর। কোহলির আগে রয়েছেন কেবল ক্রিস গেইল (১১০), ডেভিড ওয়ার্নার (১০৯)। এরপর শুধু কোহলি (১০০)।
চলতি আইপিএলে চেজমাস্টার বিরাট কোহলি নিজের প্রথম পঞ্চাশ করে ফেললেন। আরসিবিও প্রথম জয় পেলো। সোমবার (২৫ মার্চ) টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু। পাঞ্জাব ২০ ওভারে ১৭৬ রান তোলে।
পরে ব্যাটে নেমে বিরাট কোহলি অন্য অবতারে ধরা দেন। মাত্র ৪৯ বলে ৭৭ রান করেন এই ব্যাটার। এরমধ্যে রয়েছে ১১টি চার ও ২টি ছক্কা।