দু’দিন শিলাবৃষ্টি হতে পারে, তথ্য আবহাওয়া অধিদপ্তরের
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে শিলাবৃষ্টিও হতে পারে। সোমবার (২৫ মার্চ) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, সোমবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, রংপুর, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে শিলাবৃষ্টিও হতে পারে।
এছাড়া মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, রংপুর, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দু’য়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাবাসে আরও বলা হয়েছে, বুধবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে রংপুর বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।