পহেলা বৈশাখে ঢাবিতে মানতে হবে যেসব নির্দেশনা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ-১৪৩১ এর পহেলা বৈশাখ উদযাপিত হবে। এদিন সকাল ৯টায় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের অনুষ্ঠান। গতবারের মতো এবছরও বর্ষবরণের আয়োজন বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর ক্যাম্পাসে ঢোকা যাবে না। শুধু বের হওয়া যাবে।
রোববার (২৪ মার্চ) বাংলা নববর্ষ-১৪৩১ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগমনকারীদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গল শোভাযাত্রা চারুকলা অনুষদ থেকে সকাল ৯টায় বের করা হবে। শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে শিশুপার্কের সামনে থেকে ঘুরে শাহবাগ হয়ে টিএসসিতে শেষ হবে।
পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশ পরা যাবে না। এছাড়া ব্যাগও বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।