সংবাদ শিরোনাম ::
সোমবার কালবৈশাখী ঝড় হতে পারে, জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
লঘুচাপের প্রভাবে সোমবার (২৫ মার্চ) কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজধানীতে বৃষ্টি হলেও এর পরিমাণ খুব কম। বৃষ্টিপাতের প্রবণতা পুরো সপ্তাহ জুড়েই অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি হতে পারে।
রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৩ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীর তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।