সংবাদ শিরোনাম ::
চোরাইপথে কয়লা আনতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৪৪৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুর চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো-খায়রুল ইসলাম ও মুখলেস মিয়া। তারা তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে ১০-১২ জনের একটি দল বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে কয়লা আনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে পুরনো একটি কয়লার গর্তের মধ্যে প্রবেশ করে। সেখানে অক্সিজেনের অভাবে ৩ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। সেখানেই অক্সিজেনের অভাবে দুইজন মারা যান।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন এর সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।