ছিনতাই হওয়া জাহাজ থেকে ১৭ নাবিক উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
ছিনতাই হওয়া পণ্যবাহী জাহাজসহ ১৭ নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নৌবাহিনীর এক মুখপাত্র। খবর আল জাজিরা।
শনিবার (১৬ মার্চ) মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টু্ইটার) এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ইউরোপের দেশ মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে থাকা ৩৫ জলদস্যু আত্মসমর্পণ করেছে। জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।
সোমালিয়ার জলদস্যুরা গত বছরের শেষের দিকে এমভি রুয়েন ছিনতাই করে। শুক্রবার (১৫ মার্চ) জাহাজটির গতিরোধ করে জব্দ করা হয়। এসময় জাহাজে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ ও আটককৃত বেসামরিক নাগরিকদের ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়। এমনটাই জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের সার্বিক নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলবর্তী ভারত মহাসাগর থেকে বাংলাদেশের পতাকাবাহী যে কার্গো জাহাজ ছিনতাই করা হয়েছে। এ জন্য এই এমভি রুয়েনকে জলদস্যুরা ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকতে পারে।