সংবাদ শিরোনাম ::
মিরপুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ছাত্রের নাম জহিরুল ইসলাম হিরু।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে স্থানীয়রা পঁচা গন্ধ পেয়ে ‘৯৯৯’-এ ফোন করে। এরপর মিরপুর ১২ নম্বরের ১৪ নম্বর সড়কের একটি বাসা থেকে জহিরুল ইসলাম হিরুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, জহিরুল ইসলাম হিরু দীর্ঘদিন থেকে আলাদা ফ্ল্যাটে বসবাস করছিলো। উচ্চশিক্ষার জন্য কানাডা যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।
এ বিষয়ে পল্লবী থানার ওসি অপূর্ব হাসান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি জহিরুল ইসলাম হিরু হতাশাগ্রস্থ ছিলেন।আত্মহত্যা করেছেন বলে ধারনা।