সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে তিনি দেশে ফিরেছেন।
সকাল ৭টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারওয়েজের একটি বাণিজ্যিক বিমান (ইকে-৫৮২) হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ক‚টনৈতিক কোরের ডিন, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। তার সাথে ছিলেন সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।