সংবাদ শিরোনাম ::
চাঁদ দেখা গেছে, সৌদিতে সোমবার থেকে রোজা
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসের চাঁদ সৌদি আরবে দেখা গেছে। ফলে সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে। খবর আরব নিউজর
অন্যদিকে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে তারা আগামী মঙ্গলবার থেকে তারা রোজা রাখা শুরু করবে।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম তারিখ।
চাঁদ দেখা যাওয়ায় অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে রোজা শুরুর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়ার অবস্থান পূর্ব গোলার্ধে। তাই সেখানকার সময় পশ্চিম গোলার্ধসহ অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে থাকে। বাংলাদেশ থেকে দেশটির সময় পাঁচ ঘণ্টা এগিয়ে।
ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান। এই এক মাস ইসলাম ধর্মে বিশ্বাসীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার গ্রহণ করে না এবং বিভিন্ন সংযম পালন করেন।