মুখ্যমন্ত্রীর জনসভা, ব্রিগেড মাঠে তোরজোর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
আগামীকাল রোববার সকাল ১১ টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে ব্রিগেড মাঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনগর্জন সমাবেশ এর ডাক দিয়েছে পশ্চিম বঙ্গ তৃণমূল কংগ্রেস। চলছে মাঝে মাঝে তৃণমূল নেতাদের ও কর্মীদের আনাগোনা।
একদিকে ডেকোরেশন লোকেদের কাজ শেষ করার তোরজোড়, অন্যদিকে মাইক ম্যানদেরও একি তোরজোড় চোখে পড়ে, মাঝে মাঝে টেস্টিং করার কাজ। এমনকি পার্টির সদস্যরা ব্রিগেড মাঠ থেকে শুরু করে পার্ক এবং রাস্তার দুধের সাজিয়ে তুলেছে তৃণমূল কংগ্রেসের পতাকায়। অন্যদিকে bom squad এর অফিসারেরা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন, কুকুর ও অন্যান্য জিনিস নিয়ে, অচেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।
ব্রিগেড মাঠের চতুর্দিকে, প্রযাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনভাবে সমাবেশে আশা তৃণমূল কর্মীরা অসুবিধেই না পড়েন। মাঠের চতুর্দিকে মাঝে মাঝে খুটিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে, জনসভায় আগত সকলকেই নজরদারিতে রাখার জন্য , থাকছে মাঠের চতুর দিকে এল ইডি ডিসপ্লে টিভি। পুরো মাঠ কেই বিভিন্নভাবে মুড়ে দেয়া হয়েছে যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে।
করা হয়েছে তিনটি স্টেজ ,মূল স্টেজের দুপাশে দুটি তৃণমূল কর্মীদের বিভিন্ন নেতা নেত্রীদের জন্য করা হয়েছে। এবং মোস্ট এইদিকে একটি লম্বা লন তৈরি করা হয়েছে, কর্মী ও সদস্যদের সান্নিধ্যে আসার জন্য।
আগামীকাল ঠিক সকাল ১১টায় গরজে উঠবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক জনগর্জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে। আগামীকাল আশা করা যায় ,জনজোয়ারে ভাসবে এই ব্রিগেড মাঠ।