বেইলি রোডের নবাবী ভোজ সিলগালা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
এবার রাজধানীর বেইলি রোডের নবাবী ভোজ সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) অভিযান চালিয়ে রেস্তোরাঁয় সিলগালা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই দিস খিলগাওঁয়ের পাস্তা ক্লাবেও অভিযান চালায় মোবাইল কোর্ট।
এর আগে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৪৪৪ জনকে জরিমানা করে আদালত। তাদের ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৪ মার্চ) ডিএমপি অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে ৪৪৪ জনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে জরিমানার টাকা দেওয়ার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডে ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জন নিহত হয়। ভবনটিতে কাচ্চি ভাই, পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল। এ ছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ বেশকিছু জনপ্রিয় পোশাকের দোকানও ছিল।