প্রথম শিরোপা জয় বরিশালের
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথম শিরোপা জিতলবরিশাল। ফাইনালে টস জিতে বোলিং নিয়ে কুমিল্লাকে ১৫৪ রানে আটকে ফেলে প্রথম ট্রফি জয়ী দলটি।
শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়ে কুমিল্লাকে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানের বেশি করতে দেয়নি তারা। জবাবে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল।
বর্তমান ফ্র্যাঞ্চাইজির অধীনে ২০২২ সালে ফাইনালে উঠলেও রোমাঞ্চকর ম্যাচে কুমিল্লার কাছে মাত্র ১ রানে হেরে যায় বরিশাল। এর আগে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ফাইনালে উঠেছিলো বরিশাল বার্নার্স নামে দলটি। কিন্তু ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৮ উইকেটে হারে তারা।
এরপর ২০১৫ সালে ফাইনাল উঠলেও কুমিল্লার কাছে ৩ উইকেটে হেরে শিরোপা জিততে পারেনি বরিশাল বুলস নামে খেলা দলটি।
এবার লিগ পর্বে তৃতীয়স্থানে থেকে প্লে¬অফের টিকিট পায় বরিশাল। প্লে-অফে এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফাইয়ারে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে উঠে দক্ষিণ বাংলার দলটি। মুশফিকুর রহিমের মতে, প্লে-অফের দু’টি জয় আত্মবিশ্বাস যোগাবে দলকে।
এবারের বিপিএলে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করা দুর্দান্ত ঢাকার কাছে হেরে যাত্রা শুরু করেছিলো কুমিল্লা। এরপর ঘুড়ে দাঁড়িয়ে দ্বিতীস্থানে থেকে প্লে-অফে উঠে তারা।
প্রথম কোয়ালিফাইয়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।
বিপিএলের রোল অফ অনার :
বছর-চ্যাম্পিয়ন-রানার্স আপ
২০১২- ঢাকা গ্ল্যাডিয়েটর্স-বরিশাল বার্নার্স
২০১৩-ঢাকা গ্ল্যাডিয়েটর্স-চট্টগ্রাম কিংস
২০১৪ (বাতিল)
২০১৫-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস
২০১৬-ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস
২০১৭-রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস
২০১৮-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস
২০১৯-রাজশাহী রয়্যালস-খুলনা টাইগার্স
২০২০, ২০২১ (কোভিড-১৯ এর কারণে বাতিল)
২০২২-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল
২০২৩-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স