এপ্রিল ও মে মাসে কয়েকটি তাপপ্রবাহের আভাস

- সংবাদ প্রকাশের সময় : ১২:২২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
বছরের প্রথম তাপপ্রবাহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা এটিকে মৃদু তাপপ্রবাহ বলে বর্ণনা করেছেন। শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ আজ সোমবার (১৭ মার্চ) পর্যন্ত চলতে পারে। এছাড়া এপ্রিল ও মে মাস নাগাদ বেশ কয়েকটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা বিভাগের বেশির ভাগ জেলা, রাঙামাটির ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
হাফিজুর রহমান জানান, সোমবারের পর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। তবে ২০ মার্চের পর তাপমাত্রা কিছুটা বাড়বে।