নড়াইলে ফুটবলবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
নড়াইল বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মাদ ষ্টেডিয়ামে শনিবার (২৫জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) অনুর্ধ-১৭ এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, এম এম আরাফাত হোসেন (এডিএম), মোঃ জোবায়ের হোসেন চৌধুরী (রাজস্ব) ক্রীড়া সংগঠক হেমায়েতুল হক হিমু,তরিকুল ইসলাম শান্তসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধাণ অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ক্রীড়া ক্ষেত্রে তারুণদের এগিয়ে আসতে হবে তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কেলার মাঠে আসার প্রত্যায় ব্যক্ত করেন। উল্লেখ্য,নড়াইল সদর উপজেলা,লোহাগড়া ও কালিয়া (বালক-বালিকা), এছাড়াও সকল উপজেলার পৌরসভার বালক বালিকাসহ মোট ৮ টি দল অংশ গ্রহণ করেন।