বগুড়ায় কোকোর মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১২:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রিড়া সংগঠন মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডম্যানদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে ৫টায় স্টেডিয়ামে মাঠে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশীদ শাইনে ব্যক্তিগত উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো মাত্র ৬ মাসের মধ্যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে ফ্লাড লাইট সুবিধাসহ আধুনিক ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করে। পাশাপাশি ইনডোর ফ্যাসিলিটিজ তৈরি করে খেলোয়াড়দের সারা মওসুমই অনুশীলনের মধ্যে রাখার পরিকল্পনাও তার। ভবিষ্যতে এখানে ক্রিড়া কমপ্লেক্স তৈরী হবে তখন বগুড়া থেকে আরো খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে খেলবে। শীতবস্ত্র বিতরণ শেষে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেতার কনমা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, বজলুর রশীদ সুইট, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আল-আমিন, সাংবাদিক আবু মুসা প্রমুখ।