নওগাঁয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
নওগাঁয় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমান এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো:মাসুদ হাসান তুহিন সদস্য, জেলা বিএনপি ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা বিএনপি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কালিতলায় শীতবস্ত্র বিতরণ করা হয়।দেশনেত্রী হয়। সভাপতিত্ব করেন, মো: আহসান হাবীব পিন্টু।
তিনি বলেন, আর্ত মানবতার সেবায় আগামী দিনেও এগিয়ে আসতে পারি দোয়া করবেন।
এ সময় জেলা বিএনপির সদস্য তার বক্তব্যে বলেন, আমরা চাই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সকল ধর্ম বর্ণ ভুলে গিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের মানুষের জন্য শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারি এবং আগামী দিনে আমরা একে অপরের সুখে-দুখে পাশে থেকে চলতে পারি।আমরা সকল ধর্মের মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই যেন এক কাতার, এক মন ও প্রাণ নিয়ে একসঙ্গে বসবাস করতে পারি।
এসময় আরও ছিলেন, গোলাম রব্বানী সাজ্জু ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম ৫ নং ওয়ার্ড সহ-সভাপতি, মামুনুর রশিদ ঠান্ডু,রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।