বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৩, থানায় মামলা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে । এ ঘটনায় বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মেঘনা খাতুন (৩৫) বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
হামলায় আহতরা হলেন – মেঘনা খাতুনের স্বামী মোস্তাফিজুর রহমান উজ্জ্বল(৪৬), ছেলে মেজবাহ উদ্দিন শাকিব (২১) ও দেবর মেহেদী হাসান (২৬)।
মামলার এজাহারে জানা যায়, বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত কাছেম শেখের ছেলে ও তাদের পরিবারের সাথে মোস্তাফিজুর রহমান উজ্জলের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক মৃত কাছেম শেখের ছেলে আতিয়ার রহমান বাদী হয়ে বাগেরহাট বিজ্ঞ আদালতে দ্রুত বিচার আইনে মামলা করে। বর্তমানে মামলাটি বাগেরহাট পিবিআই এর কাছে তদন্তানাধীন রয়েছে।
গত ১৫ই জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে মৃত কাছেম শেখের ছেলে আতিয়ার, মতিয়ার, মোজাফফর ও নাতী লিটন, নজরুলসহ ১০/১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মোস্তাফিজুর রহমান উজ্জলের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে অনৈতিকভাবে প্রবেশ করে ও জমিতে ধান লাগানো শুরু করে। সংবাদ পেয়ে মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, তার ছেলে শাকিব ও ভাই মেহেদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধান গাছ লাগাতে নিষেধ করে। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে উজ্জল, তার ছেলে ও ভাইকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় আহত মোস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, এটা আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ও খরিদা করা সম্পত্তি। মৃত কাছেম শেখের ছেলেরা ভূমিদস্যু। তারা বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে আমার সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করে যাচ্ছে। এখন আমাদের নামে মিথ্যা একটা মামলা দিয়ে হয়রানিসহ আমাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনার সাথে জড়িত সকলকে দ্রæত গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার এস আই গৌতম দাস বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।