প্যানেল চেয়ারম্যান ফাহিমার অনিয়মের সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
বগুড়া শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের অনিয়মের বিষয়ে তথ্য প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা ও মামলার হুমকি। মোকামতলা ১১ নং ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছা: ফাহিমা বেগম একাধিক ব্যক্তির নিকট থেকে ভাতার কার্ড বাবদ অর্থ আত্মসাৎ ও মৌখিক অভিযোগ পাওয়া গেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, শংকরপুর গ্রামের হরিজন সম্প্রদায় যারা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে নিম্ন পর্যায়ের কাজগুলো করে থাকেন তাদের সরকারি ভাতার কার্ড দিয়ে থাকে ইউনিয়ন পরিষদ থেকে । কিন্তু সেই কার্ড বাবদ মোকামতলা ১১ নং ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান, মোছাঃ ফাহিমা বেগম বিভিন্ন অংকের টাকা সরকারি খরচ বাবদ তাদের কাছ থেকে নেয়।
খোঁজ নিয়ে আরও জানা যায়, এই ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান একাধিক ব্যক্তির থেকে ভিন্ন ভিন্ন অংকের টাকা নিয়ে কার্ড করে দেওয়ার কথা বলে অসহায় ব্যক্তিদের ভোগান্তির শিকার করেছেন । তাকে টাকা দেওয়ার পরেও অফিসে ঘুরে শুধু আশ্বাসী পেয়েছেন কিন্তু কার্ড এখন পর্যন্ত পাননি কেউ যা সমালোচনার সৃষ্টি করেছে সাধারণ জনগণের মধ্যে। দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করলে তার প্রায় চারদিন পরে এ নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তা ইউনিয়ন পরিষদে গিয়ে ঐ ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে ২/৩ দিনের মধ্যে ভুক্তভোগীদের টাকা ফেরত দিতে বলেন। তারপরও এই অসহায় ব্যক্তিদের টাকা ফেরত দেয়নি ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাহিমা বেগম।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, অসহায় ব্যক্তিদের থেকে টাকা নিয়ে কার্ড করে দেওয়ার কথা ছিল। এদের টাকা কি আদৌও ফেরত পাবে, নাকি কার্ড পাবে। এই বিষয়ে হরিজন সম্প্রদায়ের গোলাপ নামের একজন ব্যক্তির থেকে তথ্য নিয়ে দৈনিক দেশ কণ্ঠ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রিপন তার নিজস্ব ফেসবুকে তথ্য তুলে ধরলে এই ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাহিমা বেগম গোলাপ নামের সেই ব্যক্তিকে তার অফিসে ডেকে নিয়ে গিয়ে আরেকটি ভিডিও ধারণ করে নেয়। ভিডিওটি এমন ভাবে করে নেয় যাতে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের ওপর কোন দায়ভার না আসে এবং সেই সাথে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিকে একাধিক বার হুমকি পর্যন্ত দিয়ে বলে, সে যেন তার ফেসবুক আইডি থেকে হরিজন সম্প্রদায়ের একজন ব্যক্তি গোলাপের অন্য লোকজনদের কাছ থেকে যে সকল স্বীকারোক্তি মূলক তথ্য নিয়েছে সেগুলো যেন ডিলিট করে দেয়।
দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রিপন তার ফেসবুক আইডিতে প্রকাশিত তথ্যগুলো ডিলিট করতে না চাইলে তাকে মামলা দেওয়ার হুমকিও দেয়। এ বিষয়ে সে একটি অভিযোগ দায়ের করে ১৮/০১/২০২৫ ইং তারিখে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাহিমা বেগম এর কোন মন্তব্য পাওয়া যায়নি।
তাছাড়াও বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। সত্য প্রকাশের খবরকে ঢেকে রাখার এবং সাংবাদিকের কণ্ঠ রোধ করার অপ চেষ্টাকে সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছে না। যা নিয়ে অত্র এলাকায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সাংবাদিক ও সাধারণ মানুষ।