গোবিন্দগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ১৭)২০২৫ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ইয়াসমিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানার সভাপতিত্বে অন্যান্য অতিথি ছিলেন,গোবিন্দগঞ্জ পৌরসভার(ভারপ্রাপ্ত)সচিব ও নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম শামীম,উপজেলা যুব উন্নয়ন উন্নয়ন অফিসার সত্য রনজন সাহা, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ বশির আহাম্মদ, গোবিন্দগঞ্জ উপজোলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম: সাধারণ সম্পাদক প্রভাষক দিপক কর,
বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ব্যবসায়ী আব্দুস সোবাহান সরকার, গোবিন্দগঞ্জ পৌর স্যানেটারী অফিসার মামুনুর রশিদ মামুন, গোবিন্দগঞ্জ পৌর একাউন্স অফিসার ছাইদুর রহমান, গোবিন্দগঞ্জ পৌর সার্ভেয়ার আনোয়ার হোসেন,গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেফারি রেজাউল করিম, খেলার ধারাভাষ্যকার রবিউল ইসলামসহ ফুটবল প্রেমী শত-শত দর্শক উপস্থিত ছিলেন।
এ ফুটবল টুর্নামেন্টে গোবিন্দগঞ্জ পৌরসভা দল-ট্রাইবেকারে ৩ গোল দিয়ে জয় লাভ করে। এবং মহিমাগঞ্জ ইউনিয়ন দল ২ গোল দিয়ে পরাজিত হন।অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।