সংবাদ শিরোনাম ::
ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ধারণা আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পুষ্পিতা (২১)। সে ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুষ্পিতা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।