হবিগঞ্জে শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এক বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১২ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) অধীনস্থ কাকমারাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কমান্ডার নায়েক সুবেদার জাকির হোসেনের নেতৃত্বে জাম্বুড়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ব্যাটমিন্টন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, মাদক ও চোরাচালান প্রতিরোধের জন্য সীমান্তবর্তী এলাকায় জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী এলাকার সন্তানদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।যাতে করে তারা সুস্থ এবং সঠিক পথ বেছে নেয় তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, সমাজ সেবার অংশ হিসেবে হবিগঞ্জ বিজিবি সম্প্রতি আরও একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।গত সপ্তাহে বিজিবি’র পক্ষ থেকে সীমান্ত এলাকার ২০০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, বিজিবি শুধুমাত্র সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধের কাজ করছেনা বরং সীমান্তবর্তী এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, তিনি মনে করেন এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।