‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দেয়ার জন্য জনতা প্রস্তুত’
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহম্মদ মানসুর বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে। দেশের ভিতর থেকে ও দেশের বাহির থেকে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তবে সকল ষড়যন্ত্রের জবাব দেয়ার জন্য এদেশের তৌহিদি জনতা প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, এদেশ আমাদের মাতৃভূমি। ইসলামী ছাত্র আন্দোলন জীবন দিয়ে মাতৃভূমি রক্ষা করবে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা যে সাহসী ভূমিকা রেখেছে তার প্রশংসা করে তিনি বলেন বিজেপির পাশে সব সময় ইসলামী ছাত্র আন্দোলন থাকবে।
একটি দলের সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী লুটপাট করে একটি দল এদেশে অশান্তির সৃষ্টি করেছে। এজন্য ছাত্ররা জীবন দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেনি। দেশে অশান্তি সৃষ্টি করে শহীদদের রক্তের সাথে বেইমানি করলে এদেশের জনগণ তা মেনে নেবে না।
ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি এইচ এম হোসাইন আহমাদের সভাপতিত্বে এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আব্দুল জলিল নোমান, ইসলামী আন্দোলনের বাঘেরহাট জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, বামুক সাধারণ সম্পাদক মাওলানা শেখ নাসরুল্লøাহ, ইসলামী আন্দোলন নেতা মাওলানা ফারুক হোসেন, মুফতি নুরুজ্জামান প্রমূখ।
সম্মেলন শেষে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার সভাপতি হিসেবে এইচ এম মোহাম্মদউল্লাহ, সহ-সভাপতি এইচ এম মাহাদী হাসান জুনায়েদ ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মহিবুল্লাহর নাম ঘোষণা করেন।