৭ উইকেটে জিতলো বরিশাল
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ৪৮ বলে ৮৬ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।
সোমবার (৬ জানুয়ারি) সিলেট পর্বের দ্বিতীয় ও টুর্নামেন্টের দশম ম্যাচ জয়ের জন্য ফরচুন বরিশালকে ১৬৯ রানের টার্গেট দেয় দুর্বার রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্বার রাজশাহীকে ২২ বলে ৩০ রানের সূচনা এনে দেন মোহাম্মদ হারিস ও জিশান আলম।
চতুর্থ ওভারে হারিসকে ফিরিয়ে রাজশাহী শিবিরে প্রথম আঘাত হানেন ফরচুন বরিশালের স্পিনার তানভির ইসলাম। ২টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২২ রান করেন হারিস।
দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বরিশালের বোলারদের উপর চড়াও হন জিশান ও অধিনায়ক এনামুল হক। পাওয়ার প্লের শেষ ওভারে জিশানের ২টি ছক্কা ও ১টি চারে ২১ রান তুলে রাজশাহী। এতে পাওয়ার প্লেতে ৬০ রান পায় রাজশাহী।
নবম ওভারে জিশানকে শিকার করে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। ৩টি করে চার-ছক্কায় ২৭ বলে ৩৮ রান করেন জিশান। এনামুলের সাথে ৩৪ বলে ৫৫ রান যোগ করেন জিশান।
দলীয় ৮৫ রানে জিশান ফেরার পরও রাজশাহীর রানের গতি ধরে রাখেন এনামুল ও ইয়াসির আলি। ৩৫ বলে ৪৮ রানের জুটিতে ১৫ ওভারে দলের রান ২ উইকেটে ১৩৩তে নেন রাজশাহী। ১৬তম ওভারের শুরুতে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন ইয়াসির। ২টি চার ও ৩টি ছক্কায় ২৩ বলে ৩৭ রান করেন ইয়াসির।
১৯তম ওভারে এনামুলকেও শিকার করেন আফ্রিদি। ৫টি চারে ৩৫ বলে ৩৯ রানে বোল্ড হন এনামুল। পঞ্চম উইকেটে রায়ান বার্ল ও উইকেটরক্ষক আকবার আলির ১১ বলে ১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পায় রাজশাহী। শেষ ৫ ওভারে মাত্র ৩৫ রান পায় রাজশাহী।
বার্ল ১০ ও আকবর ১৫ রানে অপরাজিত থাকেন। আফ্রিদি ২০ রানে ২ উইকেট নিয়েছেন।