ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছিলেন টিউলিপের বোন আজমিনাও

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের লন্ডনে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক -এর পরিবারের আরও একটি ফ্রি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। শনিবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলি। একজন মন্ত্রী হিসেবে তিনি দেশের আর্থিক খাতে অপরাধ ও দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে রয়েছেন। তিনি বাংলাদেশের সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা।

দ্য সানডে টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, টিউলিপ লন্ডনের উত্তর হ্যাম্পস্টেডের একটি ফ্ল্যাটে বসবাস করতেন, যা তার পরিবারকে শেখ হাসিনার এক বন্ধু উপহার দিয়েছিলেন। হ্যাম্পস্টেডের ফিঞ্চলি রোডে অবস্থিত এই ফ্ল্যাটটি বিনামূল্যে টিউলিপের বোন আজমিনা পেয়েছেন।

গত বছরের ৫ আগস্ট গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হাসিনার বিরুদ্ধে ‘গণহত্যা, হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ এনেছে। এসব অভিযোগের মধ্যে অন্তত ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুর অভিযোগও রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

টিউলিপ শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে অন্যতম, যাদের বিরুদ্ধে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি এ ধরনের কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেন।

হ্যাম্পস্টেডের ওই ফ্ল্যাটটি ২০০৯ সালে টিউলিপের বোন আজমিনার কাছে হস্তান্তর করেছিলেন বাংলাদেশি আইনজীবী মইন ঘানি। তিনি শেখ হাসিনার সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবিও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছিলেন টিউলিপের বোন আজমিনাও

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

যুক্তরাজ্যের লন্ডনে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক -এর পরিবারের আরও একটি ফ্রি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। শনিবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলি। একজন মন্ত্রী হিসেবে তিনি দেশের আর্থিক খাতে অপরাধ ও দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে রয়েছেন। তিনি বাংলাদেশের সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা।

দ্য সানডে টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, টিউলিপ লন্ডনের উত্তর হ্যাম্পস্টেডের একটি ফ্ল্যাটে বসবাস করতেন, যা তার পরিবারকে শেখ হাসিনার এক বন্ধু উপহার দিয়েছিলেন। হ্যাম্পস্টেডের ফিঞ্চলি রোডে অবস্থিত এই ফ্ল্যাটটি বিনামূল্যে টিউলিপের বোন আজমিনা পেয়েছেন।

গত বছরের ৫ আগস্ট গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হাসিনার বিরুদ্ধে ‘গণহত্যা, হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ এনেছে। এসব অভিযোগের মধ্যে অন্তত ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুর অভিযোগও রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

টিউলিপ শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে অন্যতম, যাদের বিরুদ্ধে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি এ ধরনের কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেন।

হ্যাম্পস্টেডের ওই ফ্ল্যাটটি ২০০৯ সালে টিউলিপের বোন আজমিনার কাছে হস্তান্তর করেছিলেন বাংলাদেশি আইনজীবী মইন ঘানি। তিনি শেখ হাসিনার সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবিও রয়েছে।