আইসিইউতে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনা শহরের শিববাড়ি মোড়ের জিয়া হলের সামনে এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৮ জন আহত হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, তারা যখন শিববাড়ি মোড়ের জিয়া হল এলাকা থেকে বের হচ্ছিলেন, তখন একদল দুর্বৃত্ত হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। হামলার শিকার হন তিনি নিজে, নাজমুল ইসলাম ইমরান, শাহরিয়ার ইসলাম খালিদ, সাম্মী, সাদিয়া, পিয়া, রুমি ও অন্যান্যরা।
এ সময়, যখন কিছু নারী শিক্ষার্থী আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন, তখন তাদের ওপরও হামলা করা হয়। এতে সাদিয়া ও পিয়া সহ তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া এবং পাইওনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে খুলনা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা শুধু শুনেছি যে ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়েছে। যদি কোনো পক্ষ অভিযোগ করেন, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে সাতটায় শিববাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ি মোড় থেকে ডাকবাংলা পর্যন্ত যায়। পরে যেখানে আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।