জয় দিয়ে বিপিএল শুরু চ্যাম্পিয়ন বরিশালের
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী জয় পেয়েছে ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখার মিশনে টসে জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় লড়াই। তারকা ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছে বরিশাল।
একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে নেমে দুর্বার রাজশাহী ১৯৭ রানের বিশাল ইনিংস খেলে। জবাবে ব্যাট করতে নেমে ফরচুন বরিশাল ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে জয় নিজেদের করে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বির ব্যাটে ভর করে বড় এই সংগ্রহ করে রাজশাহী। দুজনেই পেয়েছেন ফিফটি। জোড়া ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ১৯৮ রানের টার্গেট দেয় রাজশাহী। শুরুতে বরিশালের জন্য বেশ চ্যালেঞ্জিংও ছিল টার্গেটটি। তবে মিডল অর্ডারে দলটির অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানি তারকা ফাহিম আশরাফের তাণ্ডবে সহজেই পৌঁছে যায় সে লক্ষ্যে। দুইজনই তুলে নিয়েছেন অর্ধশকত।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, তানভির ইসলাম, রিপন মণ্ডল।