ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক নথিপত্র জব্দ

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করছে জনতা। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে এই দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করে জনতা।

প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্রসহ ওই দুটি ট্রাক জব্দ করে এলাকাবাসী। পরে তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে খবর দেয়।

কাগাশুরা গ্রামের আব্দুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কী আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানার দুটি টিম।

কাউনিয়া থানা পুলিশ জানায়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে তারা এলে বিস্তারিত বলা যাবে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

তিনি বলেন, প্রায় এক যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে দুটি ট্রাকে করে খোলা জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ভুল করে ট্রাকচালক কাগাশুরা গ্রামে ঢুকে যান। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দুটিকে আটক করে। সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম আছে কি না এমন প্রশ্ন করলে তার সঠিক জবাব দিতে পারেননি তিনি।

নির্বাহী প্রকৌশলী বলেন, আমি মৌখিকভাবে তাদের পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছি। ট্রাকে আমাদের অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে লিখিত দিয়ে ট্রাক দুটি নিয়ে যান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দুটি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবার উপস্থিতিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক নথিপত্র জব্দ

সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করছে জনতা। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে এই দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করে জনতা।

প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্রসহ ওই দুটি ট্রাক জব্দ করে এলাকাবাসী। পরে তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে খবর দেয়।

কাগাশুরা গ্রামের আব্দুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কী আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানার দুটি টিম।

কাউনিয়া থানা পুলিশ জানায়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে তারা এলে বিস্তারিত বলা যাবে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

তিনি বলেন, প্রায় এক যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে দুটি ট্রাকে করে খোলা জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ভুল করে ট্রাকচালক কাগাশুরা গ্রামে ঢুকে যান। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দুটিকে আটক করে। সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম আছে কি না এমন প্রশ্ন করলে তার সঠিক জবাব দিতে পারেননি তিনি।

নির্বাহী প্রকৌশলী বলেন, আমি মৌখিকভাবে তাদের পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছি। ট্রাকে আমাদের অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে লিখিত দিয়ে ট্রাক দুটি নিয়ে যান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দুটি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবার উপস্থিতিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে গেছে।