টাঙ্গাইলে বৈশাখী টিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের মিলনায়তনে গিয়ে শেষ হয়।
বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
বৈশাখী টিভিকে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলউজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।