বললেন ডা. শফিকুর রহমান
শেখ হাসিনা পালিয়ে গিয়েও শান্তি দিচ্ছে না
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর দেশ তরুণদের হাতে তুলে দেয়া হবে। তরুণ ও বয়স্কদের কম্বিনেশন ন্যায়ভিত্তিক মানবিক দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরে একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাদের দেশের প্রতি ভালোবাসা ছিল না বলে নির্দয় আচরণ করেছে। কেবল শারীরিক নির্যাতন নয় রিজিক নিয়ে টানাটানি করেছেন।
তিনি বলেন, সমাজের বোনমেরু ঠিক করতে হবে। এখন একটা নতুন ব্যবস্থা চালু করতে হবে। এজন্যই ছাত্ররা রক্ত দিয়েছে।
আমীরে জামায়াত আরো বলেন, এ জাতি এখন নাজাত পায়নি। শেখ হাসিনা পালিয়ে গিয়েও শান্তি দিচ্ছে না। জাতির মধ্যে বৃহত্তর ঐক্য থাকলে কিছু করতে পারবে না।
সমাবেশে বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের চেতনা ছিল ন্যায়বিচারের। গোটা জাতি সুবিচারের সন্ধান করছে। কোরআনের শাসনেই তা প্রতিষ্ঠিত হবে। ইসলামের সৌন্দর্যের কারণেই জামায়াত ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। এবং জামায়াত ইসলাম সেই কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করতে চায়।
সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আজিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।