সংবাদ শিরোনাম ::
উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীত
পটুয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে অনেক স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে বেড়েছে শীতের তীব্রতা।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে পটুয়াখালীসহ কুয়াকাটা-কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।
বৃষ্টি ও শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের মানুষ। গভীর সাগরে অবস্থানরত জেলেরা পড়েছে বেকায়দায়।
এদিকে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।