কফিন বন্দী হয়ে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা আলম
- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
জীবন-জীবিকার তাগিদে পরিবার ও দেশের ভাগ্য পরিবর্তনের আশায় ওমানে যাওয়ার দুই বছর তিন মাসের মাথায় লাশ হয়ে ফিরলেন ওমান প্রবাসী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ নুরুল আলম পেয়ারু।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মৃত্যুর ৮ দিন পর তার লাশ দেশে আসে। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবিদ পাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে। দুই ছেলের এক মেয়ের জনক নিহত পেয়ারুর মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৯ বছর। দুপুরের দিকে রেমিট্যান্সযোদ্ধা নিহত পেয়ারুর লাশ আসলে বিকেলের দিকে স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে পারিবারিক সূত্রে জানা যায়।
নিহত পেয়ারুর ছোট ভাই মো. সোহেল জানান, বড়ভাই গত দুই মাস আগে ভিসা লাগিয়েছেন এবং কিছু দিনের মধ্যে ওনার দেশে আসার কথা ছিল। তিনি দেশে আসার উদ্দেশ্যে পরিবারের জন্য বিভিন্ন বাজার সদাইও করা শুরু করেছিলেন, কিন্তু দেশে আসার স্বপ্ন আর পূরণ হলো না।
ওমান প্রবাসী মো. সফিউল আলম জানান, গত বুধবার (১১ ডিসেম্বর) ওমান সময় সকাল ৮টা থেকে ৯টার দিকে ওমানের বারকা শহরের নাখাল এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে পেয়ারুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তিনি তাদের পার্শ্ববর্তী শহরেই থাকতেন।
নিহতের ছেলে মো. সিফাত বলেন, আমার বাবা দীর্ঘদিন দুবাইতে ছিলেন। দুই বছর আগে তিনি ওমানে যান। গত বুধবার সকালে বাবার সাথে কাজ করা এক ব্যক্তি ফোনে মৃত্যুর খবর পায়। ওমানে বসবাসরত বাবার পরিচিত কয়েকজনের কাছে মৃত্যুর কারণ দুই রকম তথ্য শুনেছি, কেউ বলছেন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে কাঠের তক্তা পড়ে বাবার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে বাবার মৃত্যু হয়েছে।