সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শকের মৃত্যু
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের অফিসের দক্ষিণ পাশে মুরাদপুর গ্রামের রংপুর-টু-বগুড়া মহাসড়কের উপরে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নি:) মো: আবু মোকাদ্দেম আলীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নি:) মো: আবু মোকাদ্দেম আলী মোটরসাইকেলে ঠাকুরগাঁ থেকে বগুড়ায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পিছন থেকে অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এতে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি দিনাজপুর জেলার সদর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলাতেও ওসি হিসেবে তিনি কর্মরত ছিলেন।