জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তদন্ত রিপোর্ট
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৩৩৯ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত রিপোর্ট জমা দেয়ার অভিযোগ উঠেছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে। এ বিষয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন রাকিবুল হাসান নামক একজন কলেজ ছাত্র।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম খোকন চন্দ্র। তিনি শিবগঞ্জ, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার বরাবর অভিযোগকারী, রাকিবুল হাসান শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।
অভিযোগকারী রাকিবুল হাসান বলেন, আমি গত ২৪ জুন আদালতে মামলা দায়ের করি। আদালত মামলাটি তদন্ত করার জন্য শিবগঞ্জ থানাকে দায়িত্ব দেন। শিবগঞ্জ থানা মামলাটি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর খোকনকে দায়িত্ব দেয়। সাব ইন্সপেক্টর খোকন আসামিদের থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় ।
তিনি তার প্রতিবেদনে উল্লেখ করেন, আসামী পক্ষের সঙ্গে আমার বাবার মারামারি হওয়ায় শেখ সাদী নামের ব্যক্তি মারা গেছে। তিনি মারা যাননি বর্তমানে সুস্থভাবে বেঁচে আছেন। তাহার এই মিথ্যা প্রতিবেদনের কারণে, আমরা সঠিক বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযোগ ব্যাপারে উপপরিদর্শক খোকন চন্দ্র বলেন, অভিযোগের বিষয়টি তিনি জানেন না, আর আপনারা যে ঘটনার কথাটি বললেন সেটা ছিল অনিচ্ছাকৃত ভুল। টাইপিং করতে গিয়ে ভুল হয়েছিল। তাছাড়া বাকি সব কিছু ঠিক আছে।
এ বিষয়ে বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, যেহেতু অভিযোগটি আমাদের কাছে আজকে দেওয়া হয়েছে, কপিটি এখন ও আমি হাতে পায়নি, হাতে পেলেই আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।