ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে  নিহত ২, আহত ৪

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দল কিশোরের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে।

এ ঘটনায় সুমন ও রজব সহ আরও ২ জন আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  

মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। 

নিহতরা হলো নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (১৬) ও একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫)।  

মাসুদ ও রায়হানের পরিবার জানায়, কি কারনে এ হত্যাকান্ড তার কিছুই জানেন না তারা। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক  ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, আমাদের কাছে আসার পূর্বেই মাদুস ও রায়হান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হয়। আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি আরও জানান, তাদের দেহের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। 

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানাগেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা য়ায়নি।

মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক শিশুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় দু’জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মল্লিকপুর এলাকার নিজ নিজ বাড়ী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-একই এলাকার বাহার আলী মন্ডলের ছেলে আজিজুল হক  ও এজাবুল হকের ছেলে মো.তাসিম  আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তিনি জানান, প্রায় ১৫ দিন আগে একটি পেয়ারা বাগানে পলি লাগানোর কাজ করছিল  সালাম ও শাহিন। এসময় শাহিন গোপনে সালামের একটি আপত্তিকর ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেন। এরই জের ধরে তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হলেও ওই ঘটনার জেরে বিজয় দিবসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বন্দে জড়ায় উভয় পক্ষ। এতে ছুরিকাঘাতে মাসুদ ও রায়হান নিহত হন।

এ ঘটনায় আহত হন আরও চারজন। এঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।  


নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে  নিহত ২, আহত ৪

সংবাদ প্রকাশের সময় : ০২:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

দুই দল কিশোরের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে।

এ ঘটনায় সুমন ও রজব সহ আরও ২ জন আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  

মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। 

নিহতরা হলো নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (১৬) ও একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫)।  

মাসুদ ও রায়হানের পরিবার জানায়, কি কারনে এ হত্যাকান্ড তার কিছুই জানেন না তারা। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক  ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, আমাদের কাছে আসার পূর্বেই মাদুস ও রায়হান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হয়। আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি আরও জানান, তাদের দেহের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। 

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানাগেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা য়ায়নি।

মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক শিশুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় দু’জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মল্লিকপুর এলাকার নিজ নিজ বাড়ী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-একই এলাকার বাহার আলী মন্ডলের ছেলে আজিজুল হক  ও এজাবুল হকের ছেলে মো.তাসিম  আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তিনি জানান, প্রায় ১৫ দিন আগে একটি পেয়ারা বাগানে পলি লাগানোর কাজ করছিল  সালাম ও শাহিন। এসময় শাহিন গোপনে সালামের একটি আপত্তিকর ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেন। এরই জের ধরে তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হলেও ওই ঘটনার জেরে বিজয় দিবসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বন্দে জড়ায় উভয় পক্ষ। এতে ছুরিকাঘাতে মাসুদ ও রায়হান নিহত হন।

এ ঘটনায় আহত হন আরও চারজন। এঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।