ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফের নির্যাতনে মৃত্যু! ইছামতির পাড়ে দুই বাংলাদেশির মরদেহ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট এলাকার ইছামতি নদীর পাড় থেকে বাংলাদেশি দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

১৮ ডিসেম্বর ( বুধবার) সকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহতরা হলো-বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই থানার কাগজপুকুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)।

স্থানীয়দের জানায় , নিহত সাবু হোসেন ও জাহাঙ্গীর হোসেন পেশায় মাদক ব্যবসায়ী ও চোরাকার বাড়ি । ভারত থেকে চোরাচালানী পন্য ও মাদক এনে বাংলাদেশে সরবরাহ করে। মঙ্গলবার রাতে চোরাচালানী পন্য আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয় এবং বিএসএফের নির্যাতনের মারা যায়। পরে রাতে যেকোন সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়।

জানতে চাইলে শার্শা থানার (ওসি) আমির আব্বাস বলেন, বিজিবি এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ইছামতি নদীর পারে জাহাঙ্গীর আলম নামে একজনের লাশ পড়ে আছে। লাশ উদ্ধার ও সুরতাল রিপোর্ট সম্পন্ন যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার (ওসি) রাসেল মিয়া বলেন , সকাল বেলা বিজিবির মাধ্যমে জানতে পারি গোগা পাঁচ ভুলোটে একটি লাশ পড়ে আছে। পুলিশ যেয়ে ঘটনা স্থল থেকে লাস্ট উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত সম্পূর্ণ করার জন্য । এক প্রশ্নের জবাবে দুই ওসি বলেন, ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে দুটি লাশ পাওয়া গেছে। এদের একজন বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮)। এবং একই থানা জেলার কাগজপুকুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএসএফের নির্যাতনে মৃত্যু! ইছামতির পাড়ে দুই বাংলাদেশির মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট এলাকার ইছামতি নদীর পাড় থেকে বাংলাদেশি দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

১৮ ডিসেম্বর ( বুধবার) সকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহতরা হলো-বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই থানার কাগজপুকুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)।

স্থানীয়দের জানায় , নিহত সাবু হোসেন ও জাহাঙ্গীর হোসেন পেশায় মাদক ব্যবসায়ী ও চোরাকার বাড়ি । ভারত থেকে চোরাচালানী পন্য ও মাদক এনে বাংলাদেশে সরবরাহ করে। মঙ্গলবার রাতে চোরাচালানী পন্য আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয় এবং বিএসএফের নির্যাতনের মারা যায়। পরে রাতে যেকোন সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়।

জানতে চাইলে শার্শা থানার (ওসি) আমির আব্বাস বলেন, বিজিবি এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ইছামতি নদীর পারে জাহাঙ্গীর আলম নামে একজনের লাশ পড়ে আছে। লাশ উদ্ধার ও সুরতাল রিপোর্ট সম্পন্ন যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার (ওসি) রাসেল মিয়া বলেন , সকাল বেলা বিজিবির মাধ্যমে জানতে পারি গোগা পাঁচ ভুলোটে একটি লাশ পড়ে আছে। পুলিশ যেয়ে ঘটনা স্থল থেকে লাস্ট উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত সম্পূর্ণ করার জন্য । এক প্রশ্নের জবাবে দুই ওসি বলেন, ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে দুটি লাশ পাওয়া গেছে। এদের একজন বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮)। এবং একই থানা জেলার কাগজপুকুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।